আউশগ্রামে জমিতে বিস্ফোরণ, ঘটনাস্থল থেকে উদ্ধার আরও ৬ টি সকেট বোমা।উদ্ধার করে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড।পরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়।
এদিকে চাষের জমি থেকে একসঙ্গে এতগুলো বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয়রা চাইছেন পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি চালাক যাতে অন্য কোথাও মজুত বোমা থেকে আর এই ধরনের ঘটনা না ঘটে।
এদিকে সকাল থেকেই ঘটনাস্থল সংলগ্ন বিভিন্ন এলাকায় বোমার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ডিআইবি বোম ডিটেকশন টিম।
গতকাল আমনধানের বীজতলা তৈরীর সময় জমিতে কোদালের কোপ মারতেই বিস্ফোরণ ঘটে, রঞ্জন মেটে নামে এক কৃষকের ডান হাতের কব্জি উড়ে যায়।* গুরুতর জখম অবস্থায় তাকে বর্ধমানের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করা হয়।তিনি এখন সেখানেই চিকিৎসাধীন।
আউসগ্রামের উক্তা এলাকার চাষের জমিতে ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে যায় আউসগ্রাম থানার পুলিশ।পুলিশ এলাকাটিকে ঘিরে রেখে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড কে খবর দেয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আমনধানের বীজতলা তৈরী করার জন্য কোদাল নিয়ে বিকালে মাঠে যায় রঞ্জন মেটে।এরপর সাবমার্সিবল থেকে ড্রেন করে মাঠে জল আনার জন্য কোদাল চালাতেই বিকট শব্দে ফেটে যায় বোমা।বোমার আঘাতে উড়ে যায় ডান রঞ্জন মেটের হাতের কব্জি।
বিকট আওয়াজে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় চাষ জমিতে লুটিয়ে পড়া রঞ্জনকে উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায়।
যদিও এর আগেও কল্যাণপুর এলাকায় আলুর জমিতে চাষ করতে গিয়ে বোমা ফেটে জখম হয় এক যুবক।তারপর আবার আউসগ্রামেই চাষের জমিতে চাষ করতে গিয়ে বোমা ফেটে হাত উড়ে যাবার ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসীরা।দোষীদের উপযুক্ত শাস্তির দাবী করছেন তারা।
পরিবারের অভিযোগ কয়েকদিন আগেই পুলিশ বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার করেছে,তারপরও বোমা এলো কিভাবে? পুলিশ তার তদন্ত শুরু করছে।