‘আমার ছেলে বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তার স্মার্টনেস দেখলে রাজ স্কুল লজ্জা পেয়ে যাবে,কালনার অন্যান্য সরকারি স্কুলগুলো দেখলে লজ্জা পেয়ে যাবে। সত্যিই তো তাই, স্মার্টনেসটাই প্রথম দরকার।’এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন কালনার পুরপ্রধান আনন্দ দত্ত।
কালনার বালির বাজার এলাকায় পুরোনো থানায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ সূচনা অনুষ্ঠান ছিল বুধবার। সেই অনুষ্ঠানে গিয়ে সরকারি স্কুলে পড়াশোনার বিষয় নিয়ে এই বিতর্কিত মন্তব্য করলেন কালনার পৌরপতি আনন্দ দত্ত।
এ প্রসঙ্গে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, তাঁর দৃষ্টিভঙ্গিতে তিনি বলেছেন। আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। সরকারি স্কুল থেকে উত্তীর্ণ হয়ে বহু ছাত্রছাত্রী পরবর্তী সময়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনার মহকুমাশাসক সুরেশ কুমার জগত সহ বিশিষ্টজনেরা। তাঁদের উপস্থিতিতেই সরকারি স্কুলের পঠনপাঠনের মান নিয়ে প্রশ্ন তুললেন কালনার পৌরপতি।