অপা বিখ্যাত হওয়ায় সুবিধা হয়েছে বোলপুরের টোটো চালকদের৷ কারণ টোটো ভাড়া করে অনেকেই সেই বাড়ি দেখতে যাচ্ছেন৷
তাই টোটোয় অপা নিয়ে থাকবে না কেনো প্রশ্ন।
এবার নিজের টোটোয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি সমেত রীতিমতো একটি ব্যানার লাগিয়ে ফেললেন বোলপুরের এক টোটো চালক৷ সুকেশ চক্রবর্তী নামে ওই টোটোচালক আবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতিবেশী৷ এলাকায় ঠাকুর নামেই পরিচিত তিনি৷
টাকা কার অর্পিতা না পার্থর?? প্রশ্ন থাকলেও উত্তর অধরা।তাই ঠাকুরের টোটোয় প্রশ্ন তবে টাকা কি ভগবানের???
এই টোটোয় এখন নতুন ট্রেন্ড সোশাল মিডিয়ায়।