গুজরাতে সেতু ভেঙে মৃত পূর্বস্থলীর কিশোরের দেহ ফিরল। সোমবার রাত ২টা ৩০ মিনিট নাগাদ মৃত কিশোর হাবিবুল সেখের মৃতদেহ এলো পূর্বস্থলীর কেশববাটি গ্রামের বাড়িতে। মৃতদেহ বাড়িতে ফিরতেই কান্নার রোল পড়ে যায় গোটা গ্রাম জুড়ে। কেশববাটির গ্রামের ওই কিশোর গুজরাতে কাকার কাছে সোনার কাজ শিখতে গিয়েছিল। রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবি সেতুর ওপর আরও অনেকের সঙ্গে সেও উঠেছিল। আচমকাই ব্রিজ ভেঙে জলে পড়তেই ঘটে বিপত্তি।
রবিবার গভীর রাতে পূর্বস্থলীর কেশববাটি গ্রামের বাড়িতে খবর পৌঁছায় মারা গেছে হাবিবুল সেখ নামের বছর সতেরোর ওই কিশোর। এরপর সোমবার রাত ২টা ৩০ নাগাদ তার দেহ গুজরাট থেকে ফেরে পূর্বস্থলীর কেশববাটির বাড়িতে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচী, পূর্বস্থলী থানার আইসি সন্দীপ কুমার গাঙ্গুলি, পূর্বস্থলী ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বদরুল আলম মণ্ডল সহ অনেকেই।