বর্ধমানের সর্বমিলন সংঘের মাঠে আন্তর্জাতিক মার্শাল আর্ট কর্মশালা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে ভারত ও দক্ষিণ কোরিয়া অংশ নেয়। পূর্ব বর্ধমান জেলা তো বটেই সুন্দরবনসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো প্রতিনিধি এই কর্মশালায় অংশ নিয়েছিল। এই সেকেন্ড এম এম এ স্পোর্টস সায়েন্স ইন্ডিয়া আয়োজিত ইন্টারন্যাশনাল ক্যারাটে অ্যান্ড তাইকোয়ান্দো অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প ও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার সিওলের গ্রান্ড মাস্টার সেয়ঙ কুক জেয়ং। ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের পক্ষে অভিষেক দে বলেন, এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এমনকি উত্তরপ্রদেশের শিক্ষার্থীরাও রয়েছে। তারা এখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে।