বলিউড নিয়ে ব্যস্ততার মাঝেই বিরাট সুখবর শেয়ার করলেন পরমব্রত, আরও একবার বাংলা সিনেমার পরিচালনায় আসছেন বলে তিনি জানিয়েছেন।
শুধু পরিচালনা নয়, অভিনয় করতেও দেখা যাবে তাকে। শুভশ্রীর সঙ্গে ‘বৌদি ক্যান্টিন’ সিনেমায় জুটি বাঁধতে চলেছেন পরমব্রত।
তার আগামী সিনেমা ‘বৌদি ক্যান্টিনে’র গল্পের বিষয়বস্তু কলকাতার মেয়ে ও বিখ্যাত শেফ আসমা খানের জীবন নিয়ে। আসমার কলকাতা থেকে লন্ডন জার্নি ফুটে উঠবে সিনেমায়।
কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন।
পরমব্রতও নিজেও চিত্রনাট্যে অবশ্য কলম চালিয়েছেন। একজন মহিলা রান্নার মাধ্যমেও পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন, ‘বৌদি ক্যান্টিন’সে বার্তা দেবে বলেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন পরিচালক।
বৌদি ক্যান্টিন সিনেমায় আসমা খানের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। শুভশ্রীর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত নিজে।অন্যদিকে অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে।
আগামী ২০শে মে থেকে এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।