হেডলাইনস্ বেঙ্গলের খবরে শীলমোহর।হেডলাইনস্ বেঙ্গল গত ১ লা এপ্রিল বর্ধমান পৌরসভার সম্ভাব্য এমসিআইসি দের তালিকা খবর আকারে প্রকাশ করে।দলীয় ও পৌরসভা সূত্রে পাওয়া খবর অনুযায়ী সেই তালিকায় থাকা সম্ভাব্য ব্যক্তিরাই এমসিআইসি হিসাবে চুড়ান্ত হয়েছে।ইতিমধ্যেই বর্ধমান পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত ব্যক্তিদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। ২ মার্চ বর্ধমান সহ গোটা রাজ্যের সমস্ত পুরসভার ফলাফল ঘোষণার পর যথারীতি গত ১৬ মার্চ বর্ধমান পুরসভার বোর্ডও গঠন হয়।তারপর থেকেই নির্বাচিত কাউন্সিলারদের মধ্যে কারা কারা এমসিআইসি পদ পাচ্ছেন বা কে কোন দপ্তরের এমসিআইসি হতে চলেছেন সে সম্পর্কে জল্পনা শুরু হয়।দলীয়সূত্রে সূত্রে জানা গেছে,কেবলমাত্র যাঁরা কমপক্ষে দ্বিতীয়বার কাউন্সিলার হিসাবে নির্বাচিত হয়েছেন তাঁরাই থাকবেন এমসিআইসি পদে। একইসঙ্গে বিভিন্ন সম্প্রদায় থেকেও প্রতিনিধিত্ব রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্ধমান পুরসভার মোট ৩৫টি ওয়ার্ড। সেই নিরিখে এমসিআইসি হবেন পুরপতি, উপপুরপতি সহ মোট ৭জন। এমসিআইসি পদে থাকছেন, পুরপ্রধান পরেশ সরকার এবং উপপুরপ্রধান মৌসুমী দাস ছাড়াও মহিলা প্রতিনিধিত্ব হিসাবে রত্না রায়, সাধারণ সম্প্রদায় থেকে উমা সাঁই, মুসলিম সম্প্রদায় থেকে প্রদীপ রহমান, এসসি, এসটি ওবিসি থেকে সুশান্ত প্রামাণিক এবং হিন্দিভাষী সম্প্রদায় থেকে ২ বারের নির্বাচিত কোনো কাউন্সিলার না থাকায় নবনির্বাচিত কাউন্সিলার সুমিত শর্মা।ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে চিঠি পৌঁছে গেছে।আজ (বুধবার) বিকালেই পৌরসভার তরফে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষনা করা হবে।