গরম তথা তাপপ্রবাহের তীব্রতা বাড়তে বাড়তে না বাড়তেই এবার কড়া পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই জেলার ২৩টি ব্লক নিয়ে জনস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিবির করে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক কাজে নেমে পড়ার নির্দেশ জারী করা হয়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, জাপানী এনকেফেলাইটিস, চিকুনগুনিয়া প্রভৃতি পতঙ্গবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ফের গোটা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে দেওয়ায় এব্যাপারে জেলার স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, ২০২১ সালে পূর্ব বর্ধমান জেলায় মোট ৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। চলতি বছরে এখনও পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫। তাই তাঁরা এব্যাপারে সতর্কতা অবলম্বন করেছেন। তিনি জানিয়েছেন, জেলার ২৩টি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, কর্মাধ্যক্ষ, বিডিও, জয়েণ্ট বিডিও, জেলা পরিষদের সদস্য, বিএমওএইচ, সিডিপিও, বিপিএইচএন, জনস্বাস্থ্য সঞ্চালক, গ্রাম পঞ্চায়েত প্রধান, সচীব, ভিবিডিসি প্রমুখদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। গ্রামীণ জনস্বাস্থ্য সুরক্ষায় তাঁদের কি কি করণীয় তা তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের এব্যাপারে কাজে নেমে পড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, একদিকে যেমন পতঙ্গবাহিত রোগ নির্মূল করার বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি এই সমস্ত রোগের কারণগুলিও দূর করার কথা বলা হয়েছে। গ্রামীণ এলাকায় ঝোপঝাড় পরিষ্কার রাখা, অহেতুক জল জমতে না দেওয়া, নিকাশী ব্যবস্থা পরিষ্কার রাখা সহ গ্রামের সার্বিক পরিচ্ছন্নতা এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এই নির্দেশ পাবার পরই গ্রামে গ্রামে শুরু হয়েছে জোর কদমে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। একইসঙ্গে চলছে জোরকদমে কীটনাশক স্প্রে করার কাজও।