রাজ্যজুড়ে বোমা,বন্দুক উদ্ধারের মাঝেই এবার কাটোয়ার (katwa) গড়াগাছায় রাজ্যপুলিশের এসটিএফ ও কাটোয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে প্রচুর পরিমানে বিস্ফোরক সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো।
ধৃতের নাম এজাবুল শেখ। বাড়ি পূর্ববর্ধমানের পূর্বস্থলী থানার (purbasthali) খড়দত্ত পাড়া এলাকায়।
ধৃতের কাছে থেকে ৬ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। ধৃত বিস্ফোরক সাপ্লাইকারী ছিল বলেই পুলিশসূত্রে খবর।
এসটিএফ ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলো রাজ্যপুলিশের এসটিএফের একটি দল ও কাটোয়া থানার পুলিশ।এরপর কাটোয়া থেকে গড়াগাছাগামী যাত্রীবাহী বাসটি আসতেই ঘিরে ফেলে পুলিশ। তারপরেই বাসের ভিতর থেকে এজাবুলকে নামানো হয়। পাশাপাশি বিস্ফোরকের ব্যাগটিও সাবধানে নামানো হয়। ধৃত বারুদ ভর্তি ব্যাগটি নিয়ে কোথায় যাচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এসটিএফ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া বিস্ফোরক দুরকমের ছিল। একটি আর্সেনিক সালফায়েড ও অন্যটি ছিল পটাসিয়াম ক্লোরাইড। দুটি রাসায়নিক মিশিয়েই বোমা তৈরি হয়। এর মধ্যে আর্সেনিক সালফায়েড লাল আর পটাসিয়াম ক্লোরাইড সাদা বলে পরিচিত। এগুলো বিহার থেকে বীরভূম হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাতবদল হয়ে দুষ্কৃতীদের কাছে পৌঁছে যেত বলে খবর। তবে ধৃত কার কাছ থেকে বারুদ নিয়ে আসছিল বা কোথায় সাপ্লাই দিত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে যাত্রীবাহী বাসে এভাবে বিস্ফোরক নিয়ে কীভাবে একজন দুষ্কৃতী যাচ্ছিল, বিষয়টি রীতিমত গোয়েন্দাদের ভাবিয়েছে। যে কোনও মুহূর্তে বড়সড় দূর্ঘটনা ঘটে অনেক প্রাণহানি ঘটে যেতে পারত, আশঙ্কা করছেন তাঁরা। রাজ্য সড়কে পুলিশি নজরদারি এড়াতেই যাত্রীবাহী বাসকে বেছে নিয়েছিল ধৃত এমনটাই মনে করছে পুলিশ।