পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের দুবরাজপুর এলাকায় কালীপুজো উপলক্ষে বসা মেলায় একটি ফুড স্টলের চাউমিন খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৭ শিশু। তাদের পূর্বস্থলী ২ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মেলায় খাবারের স্টল করা ওই দোকান মালিকেরও ছেলেও ওই চাউমিন খেয়ে অসুস্থ হয়ে পূর্বস্থলী ২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে।সকলেরই পেট ব্যথা সহ নানান উপসর্গ রয়েছে।এখনও পর্যন্ত সাত শিশু অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। পূর্বস্থলী হাসপাতালের বিএমওএইচ শুভ রায় বলেন, প্রত্যেকেরই একই উপসর্গ এবং প্রত্যেকেই একটি দোকান থেকেই খাবার খেয়েছিল। এরকম সাতজন পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তারা সকলেই বিপদমুক্ত এ কথা বলা যায় খাবারে বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।