চেখে দেখবেন হানি রসগোল্লা? আছে গোলাপের গন্ধ মাখা রোজ রসগোল্লাও। কালনার মিষ্টান্ন ব্যাবসায়ী অরিন্দম দাসের দোকানের এ বছরে ভাইফোঁটার চমক দুশো রকমের মিষ্টি।
এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা ফ্লেভারের রসগোল্লা, রয়েছে কমলা ভোগ, স্ট্রবেরি রসগোল্লা, টুইন ওয়ান রসগোল্লা, হানি রসগোল্লা, গোলাপের ফ্লেভারের রোজ রসগোল্লা। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার ছানা দিয়ে তৈরি রকমারি শুকনো মিষ্টি।কালনায় মিষ্টি কিনতে এদিন কলকাতা থেকেও হাজির হয়েছেন বহু ক্রেতা। এমনই এক ক্রেতা জানালেন, গত বছর কাঁচা লঙ্কা ফ্লেভারের রসগোল্লা খেয়ে গেছিলাম বেড়াতে এসে।এ বছর এসছি ভাইফোঁটার মিষ্টি নিতে। কারিগরদের দাবি, শুধুমাত্র ছানা দিয়েই এই প্রতিষ্ঠানে মিষ্টি প্রস্তুত করা হয়। এখানে কোনও কেমিক্যাল রঙ ব্যবহার করা হয় না।