আগামী কয়েকদিন তেমন বৃষ্টির সম্ভাবনা নাই। তার ওপর তাপপ্রবাহ আরও বাড়তে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম,মালদহ, উত্তর 24 পরগনা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এবার এখন পর্যন্ত কালবৈশাখীর দেখা নাই। আগামী তিন-চার দিনে তার তেমন সম্ভাবনাও নাই। তার ওপর উত্তর ভারত থেকে গরম হাওয়া ক্রমশ এরাজ্যে ঢুকেই চলেছে। দুপুরে গরম হলকা হাওয়া বইছে। ধীরে ধীরে তাপমাত্রা বেড়েই চলেছে। পানাগড়, আসানসোলে তাপমান যন্ত্রের পারদ 42 ডিগ্রী সেলসিয়াসের ওপরে রয়েছে। কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বৈশাখের শুরুতে কালবৈশাখীর একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। সে সময় পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খন্ডে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে বলে আশা করা গিয়েছিল। কিন্তু যে মেঘ তৈরি হয়েছিল তার ভারী বৃষ্টিপাত নামিয়ে আনার ক্ষমতা ছিল না। তারপর থেকে আর কালবৈশাখী সৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। আগামী তিন-চারদিন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনাও নেই। উল্টে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা থাকছে। সাধারণত চৈত্র ও বৈশাখ মাসে প্রথম সপ্তাহের মধ্যে একাধিক কালবৈশাখী হয়ে থাকে। এবার এখনও পর্যন্ত তার দেখা নাই। তাই বৈশাখের শুরুতেই তাপপ্রবাহ চলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।