আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মেমারী থানার পুলিশ।
উদ্ধার ১ টি পাইপ গান ও ১ রাউন্ড গুলি।
পুলিশসূত্রে জানা গেছে, ধৃতের নাম রাজু দলুই,বাড়ি মেমারী থানার অন্তর্গত দেবীপুর ডিভিসি পাড় এলাকায়।গতকাল রাতে নুদীপুর মোড় এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাকে আটক করে।তল্লাশিতে তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়।ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হয়েছে।
কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ধৃত রাজু দলুই ঘোরাঘুরি করছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।