নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেলো ম্যাজিক গাড়ি।জখম ১।
ভাতার সামন্তী রোডের রামনগর এলাকার ঘটনা।
পুলিশসূত্রে জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার ভাতারের রামনগর এলাকায় ভাতার সামন্তী রাস্তায় একটি ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ধান জমিতে।
এই ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক সোমনাথ দাস। তাকে পুলিশ উদ্ধার করে প্রথমে ভাতার ব্লক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বর্ধমান হাসপাতালে।