রবিবার সন্ধ্যায় অন্ডাল বিমান বন্দরে এসে পৌঁছান উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা।বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রী মলয় ঘটক,সাংসদ কল্যান সিনহা সহ অনান্য দলীয় নেতৃত্বরা।বিমানবন্দরে তাকে দেখতে ভিড় জমান অসংখ্য কর্মী সমর্থক থেকে অনুরাগীরা।
লোকসভা উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। প্রার্থী হওয়ার সাতদিন পরে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার কিছু সময় আগে বিমানে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল বিমানবন্দরে নামেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা।আজ দলীয় নেতৃত্বদের সাথে বৈঠক পরই আগামীকাল থেকে তিনি পুরোদমে প্রচারে নামবেন বলে দলীয়সূত্রে খবর।আগামীকাল রবীন্দ্রভবনেও তিনি একটি বৈঠক করবেন।নিজের জয়ের ব্যাপার ১০০ শতাংশ আশাবাদী বিহারীবাবু।