বামপন্থীদের বিরুদ্ধে এবার রাস্তায় নেমে গান্ধীগিরী করল তৃণমূল ছাত্র পরিষদের নেতা, কর্মীরা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই বামেদের ডাকা ২ দিনের বনধকে উপেক্ষা করতে রাস্তায় নামে তৃণমূল। সরাসরি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, একেবারে হাতে গোলাপ ফুল দিয়ে বনধকে ব্যর্থ করার জন্য ধন্যবাদ জানালেন বর্ধমান ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্ণব দত্ত সহ অন্যান্যরা। সোমবার হাটগোবিন্দপুর বাজারের সমস্ত ব্যবসায়ী যাঁরা এদিন বনধকে উপেক্ষা করে দোকানপাট খোলা রেখেছেন, তাদের সকলকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। এমনকি অন্যান্য দিনের মতই যাঁরা গাড়ি নিয়ে রাস্তায় বেড়িয়েছেন তাঁদের হাতেও তুলে দেওয়া হয় রক্তগোলাপ।