পূর্ববর্ধমানে ফের উদ্ধার বোমা,বন্দুক ও গুলি।
সোমবার সকালে ভাতারের মোহনপুর হাইস্কুল সংলগ্ন মাঠের পাশ থেকে উদ্ধার হয় জারিকেন ভর্তি বোমা।ভাতার থানার পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে সিআইডি বোম্ব ডিস্পোজাল স্কোয়াড কে। স্কুল সংলগ্ন মাঠের পাশ থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা।
অন্যদিকে মোহনপুরেই ১ টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি সহ উত্তম কুমার দাস নামে এক ব্যক্তিকে দুদিন আগে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলকেটের কুলসোনা গ্রাম থেকে সেখ মহসিন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে ২ টি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হবে।