চলতি সময়ে শাসকদলের নেতা – কর্মীদের হাতে অত্যাচারিত হবার অভিযোগ উঠছে প্রায়শই। অনেক ক্ষেত্রেই সেই সমস্ত অভিযোগের কোনো সুরাহাও হয় না। ফলে বারে বারেই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যেমন ক্ষোভ বাড়ছে তেমনি বদনামের শিকার হতে হচ্ছে তৃণমূল দলকেও। এবার এই সমস্যার সমাধানে রীতিমত নজীরবিহীনভাবে এবং পূর্ববর্ধমানে জেলায় প্রথম এগিয়ে এলেন বর্ধমান পুরসভার তরুণ তুর্কী কাউন্সিলার নুরুল আলম ওরফে সাহেব। বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ড থেকে এবার তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন। নুরুল আলম জানিয়েছেন, এলাকার উন্নয়নের পাশাপাশি নাগরিকদের যে কোনো সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায় তারজন্যই তাঁর এই উদ্যোগ। নাম দেওয়া হয়েছে হ্যালো কাউন্সিলার। এজন্য দলীয় কর্মীদের নিয়ে একটি টিমও গঠন করেছেন। টিমের সদস্যদের নিয়ে ওয়ার্কশপও করে ফেলেছেন। ইতিমধ্যেই এব্যাপারে গোটা ওয়ার্ড জুড়ে ফ্লেক্স লাগানো হয়েছে। ওয়ার্ডের বাসিন্দাদের কাছে তাঁর এই উদ্যোগের বিষয়টি পৌঁছেও দেওয়া হচ্ছে। নুরুল আলম জানিয়েছেন, পৌরসভার সার্টিফিকেট, মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প বা পরিষেবা, বিভিন্ন পৌর পরিষেবা, এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা, এলাকায় আলো বা রাস্তা ঘাটের সমস্যা, জলের সমস্যা সহ কেউ কোনো পার্টি কর্মী দ্বারা অত্যাচারিত হলেই তার দ্রুত সমাধান করবেন তিনি। এক ফোনেই হবে সব সমস্যার সমাধান দাবী করেছেন নুরুল আলম। তিনি জানিয়েছেন, ৪নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মহম্মদ আলি এব্যাপারে তাঁকে সহায়তা করছেন। চলতি সপ্তাহেই বর্ধমান দক্ষিণের বিধায়কের হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই হ্যালো কাউন্সিলার।