রক্তাক্ত বীরভূম।পানিহাটি এবং পুরুলিয়ার ঝালদার পর এবার রামপুরহাট। সোমবার রাতে ৬০ নং জাতীয় সড়কের রামপুরহাট বগটুই মোড়ের কাছে একটি দোকানে বসে থাকার সময় বোমা মেরে খুন করা হল রামপুরহাট ১ নং ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত উপপ্রধানের নাম ভাদু শেখ।তার বাড়ি রামপুরহাটের বগটুই গ্রামে। দুষ্কৃতীরা আচমকা বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু তাতে কাজ না হওয়ায় তাকে লক্ষ্য করে বোমা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্ত শুরু করেছে পুলিশ। ভাদু সেখ এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক কারণে নাকি ব্যবসায়িক কোনো শত্রুতার জেরে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ।