রাজ্যের কোষাগারের হাল বোঝাতে গিয়ে প্রায়ই ভাঁড়ে মা ভবানি কথাটি ব্যবহার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২-২৩ আর্থিক বছরের রাজ্য বাজেটেও আর্থিক ঘাটতির ছবি থেকে রাজ্যের কোষাগারের হাল স্পষ্ট।
এরই মধ্যে বিকল্প পথ হিসাবে আয়ের পথ দেখাচ্ছে আবগারি শুল্ক। রাজ্য সরকারের বড় ভরসা মদের উপর আবগারি শুল্ক। লাভও হয়েছে অনেকটা।সূত্রের খবর দোল পূর্ণিমার আগে পরে মিলিয়ে চার দিনে রাজ্যে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা এ যাবৎকালে রেকর্ড। রেকর্ড লাভ রাজ্যের। বৃহস্পতিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত রাজ্যে মোট মদ বিক্রি হয়েছে ২০০ কোটি টাকার।চারদিনে গড়ে প্রতিদিন ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বাংলায়। সর্বোচ্চ বিক্রি হয়েছে বৃহস্পতিবার। বিক্রির অঙ্ক ৭০ কোটি টাকা ছাড়িয়ে যায় ওই দিনে।
এদিকে এই তথ্য সামনে আসতেই রাজ্যকে খোঁজা দিতে শুরু করেছে বিরোধীরা।তাদের অভিযোগ যেখানে শিল্প ধ্বংসের পথে সেখানে দাড়িয়ে রাজ্যে এখন শিল্প বলতে মদ।২০ টাকার পাউচ থেকে দামী বিলেতি মদ। রাজ্য কোষাগারে আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে।যুব সমাজ অস্তাচলে যাচ্ছে তাতেও হুশ নেই রাজ্যের।যদিও এতে গুরত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল।
ছবি– ইন্টারনেট।