রামপুরহাট-কাণ্ডে সিট গঠন রাজ্যের। দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এদিকে এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে। অপসারন করা হয়েছে এসডিপিও কেও। মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে যান পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। গোটা এলাকা ঘিরে রেখেছে পুুলিস। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে সিআইডি। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি বৈঠকে বসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও এডিজি আইন-শৃঙ্খলা। তারপরই পুলিস সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়।
পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রির্পোট চেয়েছেন। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান বীরভূমের জেলাশাসক। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সিল করা হয়েছে পুলিসের তরফে। গোটা এলাকায় মোতায়েন পুলিস বাহিনী।
প্রসঙ্গত,সোমবার তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যুর ঠিক পরের দিনই ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে রামপুরহাটের বগটুই গ্রাম। সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর পরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।অভিযোগ ওঠেছে ভাদু শেখের অনুগামীরাই এই আগুন লাগিয়েছে।দমকল সূত্রে খবর এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।স্বভাবতই এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা।এমনকি রামপুরহাট কান্ড হাইকোর্ট পর্যন্ত গড়াচ্ছে বলে সূত্রের খবর।