সিপিএমের আইন অমান্যকে কেন্দ্র করে রনক্ষেত্রের চেহারা নিল বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্ত্বর। মঙ্গলবার কার্জন গেটে সভা করে সিপিএম। এরপর তারা জেলাশাসকের অফিসের দিকে এগোলে কোর্ট কম্পাউন্ড মোড়ে পুলিশ তাদের পথ আটকায়। সিপিএম নেতা কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
কয়েকদিন আগেই সিপিএম এই আইন অমান্য কর্মসূচির কথা ঘোষনা করেছিল। সেইমতো প্রস্তুতি নেয় পুলিশও। গলসি,শক্তিগড় সহ আশপাশের সব থানা থেকে অফিসার ও কর্মীদের নিয়ে আসে পুলিশ। কার্জনগেট ও কোর্ট কম্পাউন্ডে ঢোকার মুখে তিন তিনটি ব্যারিকেড গড়া হয়েছিল। প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সকাল থেকেই। ছিল জল কামানও।