রামপুরহাটের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। রামপুরহাটে উপপ্রধান খুনের জেরেই নৃশংস ভাবে আট দশ জনকে পুড়িয়ে মারা হয়েছে বলে দাবি বিরোধীদের। যদিও ঘটনাকে বিদ্যুতের শর্ট সার্কিটের জেরে দুর্ঘটনা বলে জানিয়েছে তৃনমূলের বীরভূম জেলা নেতৃত্ব।