নাকা চেকিং চলাকালীন ব্যাগ খুলতেই পুলিশের চক্ষুচড়কগাছ।তল্লাশিতে ব্যাগ থেকে মিললো প্রায় ৫৯ লক্ষ টাকা।জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না মেলায় সমস্ত টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। পরে তা আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।ঘটনায় এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
পূর্ববর্ধমানের ভাতার থানার ঘটনা।
পুলিশসূত্রে জানা গেছে,ভাতার থানার পক্ষ থেকে ভাতারের আলিনগরে নাকা চেকিং করছিল পুলিশ।
সকাল ৮ টা নাগাদ একটি চারচাকা গাড়িকে আটকে তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়।সেই ব্যাগগুলি খুলতেই ব্যাগ থেকে মেলে৫৯ লক্ষ ৪০ হাজার টাকার বান্ডিল।পুলিশি জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না মেলায় পুলিশ ১ জনকে আটক করে ও টাকা গুলি বাজেয়াপ্ত করে।পরে সেই টাকা পুলিশের পক্ষ থেকে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
কি কারণে কোথায় এই বিপুল অঙ্কের টাকা নিয়ে যাওয়া হচ্ছিলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।