রামপুরহাট কান্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র।রিপোর্ট তলব করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
অন্যদিকে রামপুরহাটের হিংসাকে গণহত্যা বলে দাবি করে, কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি নিয়ে মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পার্লামেন্টে পৌঁছয় বঙ্গ বিজেপির প্রতিনিধিদল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, রাজু বিস্ত সহ অনান্যরা।
পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেতে রাজ্যে যাতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়, সেই মর্মেও আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার।
তবে এখনও পর্যন্ত সরকারী ভাবে রিপোর্ট তলবের কথা সংবাদমাধ্যমকে জানানো হয়নি।