আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। বিহার সহ বিভিন্ন রাজ্যে মহিলা সরবরাহ করত ধৃতরা।ধৃতদের কাছ থেকে দুটি পাইপগান ও দুরাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃত ভোলা কুমার ও সঞ্জয় কুমারের বাড়ি বিহারের ওরঙ্গাবাদে।
পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল জানান,গতকাল রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় বর্ধমান শহরের খাগড়াগড় মোড় এলাকা থেকে দুজনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে দুটি পাইপগান ও দুরাউন্ড গুলি উদ্ধার হয়।ধৃত যুবকেরা বিহারের ওরঙ্গাদাবাদের বাসিন্দা। বিহারে নাচের জন্য বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে মহিলা নিয়ে যাওয়ার কাজ করতো ধৃতরা। এমনটাই তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশের দাবি। তবে ঠিক কি কারণে অস্ত্র নিয়ে তারা ঘোরাঘুরি করছিল তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে। ধৃতরা অস্ত্র কারবারের সাথে জড়িত কি না তাও পুলিশ খতিয়ে দেখছে।তদন্তে স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করে আজ বর্ধমান আদালতে তোলা হয়েছে।