শুভেন্দু অধিকারী আজ তার টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোষ্ট করে দাবী করেন, অনুব্রত মন্ডলের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি টুলু মন্ডল, বেআইনি পাথর ও বালি উত্তোলনের জন্য কুখ্যাত। অভিযোগ রয়েছে যে তার মাফিয়া সিন্ডিকেট এই সম্পদগুলি মজুত করে এবং বিপুল পরিমাণ রয়্যালটি হাতিয়ে নেয় যা জাল না হলে সরকারী কোষাগারে জমা করা হত।
অপর পোষ্টে তিনি আরও দাবী করেন,
প্রশাসনের ওপর তার শক্ত অবস্থান স্পষ্ট। নকল হাই প্রোফাইল লোক আমি নিশ্চিত, যখনই এই ব্যক্তিকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা হবে, মুখ্যমন্ত্রী বলবেন যে হাজার হাজার লোক তার মিটিংয়ে উপস্থিত হয়, সে তাদের হদিস কিভাবে জানবে!!!
যদিও রাজ্যপুলিশের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় শুভেন্দুর এই দাবীকে নস্যাৎ করা হয়েছে।সেখানে জানানো হয়েছে,
এই টুইটগুলিতে করা দাবিগুলি মিথ্যা এবং বদনাম ও মানহানির উদ্দেশ্যে করা হয়েছে৷ ব্যক্তি (লাল রঙে ঘেরা) হলেন এএসআই সুব্রত বাতাবিয়াল, নিরাপত্তা অধিদপ্তরে পোস্ট করা হয়েছে এবং মাননীয় সিএম, ডব্লিউবি-এর ক্লোজ প্রক্সিমিটি টিমের অংশ। এটা দুর্ভাগ্যজনক যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্যানার্ড ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে।