কালনা স্টেশন সংলগ্ন একটি পুকুরে পানা পরিষ্কার করার সময় সান স্ট্রোকে মৃত্যু হল এক ব্যক্তির।মৃত ওই ব্যক্তির নাম ঝুরন মাহালি। বাড়ি কালনা রেলগেট সংলগ্ন মধুবন এলাকায়। এদিন সকালে একটি পুকুরে পানা পরিষ্কার করার কাজের সময় হঠাৎই তীব্র গরমে তিনি পুকুরের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন। তার সাথে কাজ করা তাঁর সহকর্মীরা সাথে সাথেই তাকে তুলে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কালনা মহকুমা হাসপাতালে সুপার অরূপ রতন করণ জানান ওই ব্যক্তি পুকুরে কাজ করার সময় হিট স্ট্রোকে মারা যান বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই সময় একটানা রোদে বেশিক্ষণ কাজ করা উচিত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।