মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হলো রুট মার্চ। শুক্রবার জেলা পুলিশ সুপার কামনাশীস সেনের নেতৃত্বে রুটমার্চ মেমারি থানার বোহার এলাকাতে।
প্রসঙ্গত, গতকালই রামপুরহাটে ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন। তার পরেই পূর্ববর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে পুলিশি অভিযান। ইতিমধ্যেই বর্ধমান জেলা পুলিশ বর্ধমান থানা এবং কাটোয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। বর্ধমান থেকে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনের নেতৃত্বে মেমারির বোহার এলাকাতে করা হয় রুটমার্চ। ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, ওসি মেমারি সুদীপ্ত মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এসডিপিও বর্ধমান সাউথ সুপ্রভাত চক্রবর্তী জানান, বিগত কয়েকটি বছরে যে সমস্ত এলাকা উত্তেজনা প্রবণ বলে চিহ্নিত সেই সমস্ত এলাকাগুলোতেই এরিয়া ডমিনেশন করা হয়। একই সাথে মানুষের মধ্যে আস্থা ফেরাতেই এই রুটমার্চ। আগামীদিনে জেলার প্রতিটি থানা এলাকায় এই কর্মসূচি গ্রহণ করা হবে।