কালনা পুরসভার বোর্ড গঠনের দিন ঘোষণা করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। আগামী 29 মার্চ মঙ্গলবার কালনার মহকুমা শাসকের অফিসের মাইনোরিটি মিটিং হলে বোর্ড গঠনের সভা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অশান্তি এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখতে বলা হয়েছে। গত 16 মার্চ কালনার পুরশ্রী ভবনে কাউন্সিলরদের শপথ নেওয়ার পর পুরপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল হয়। মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে এক কাউন্সিলর দোতলা থেকে থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাতাহাতির উপক্রম হয় কাউন্সিলরদের মধ্যে। দলের নির্দেশ অমান্য করে তপন পোড়েলকে পুর প্রধান হিসেবে বেছে নিয়েছিলেন কাউন্সিলরদের সংখ্যাগরিষ্ঠ অংশ। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আনন্দ দত্তকে পুরপ্রধান করার সিদ্ধান্ত নিয়েছিল। আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় সেই পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া বাতিল করে জেলা প্রশাসন। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তপন পোড়েলকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরপর কয়েকদিন আগে রাজ্য নেতৃত্ব কালনার 17 জন কাউন্সিলর কে ডেকে পাঠায়। সেখানে দল যাকেই পুর প্রধান হিসেবে বেছে নিক না কেন সেই সিদ্ধান্ত সব কাউন্সিলর মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দেন। এরপর বোর্ড গঠনের সভার দিন ধার্য করেছে জেলা প্রশাসন। শান্তিপূর্ণ পরিবেশে সেই নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা সেটাই এখন দেখার।