রামপুরহাটের বগটুই কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ। এই নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে এই তদন্ত করবে হবে। অর্থাৎ এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে হাইকোর্ট। তাই শুধুই সিবিআইয়ের হাতে তদন্তভার ছাড়েনি সিবিআই। প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এই তদন্ত চালাবে তারা। যত দ্রুত সম্ভব সিবিআইকে ঘটনার তদন্তভার হাতে নিতে বলা হয়েছে। পাশাপাশি এই ঘটনার গঠিত সিট কে তদন্ত বন্ধ করতে বলা হয়েছে।
বগটুইয়ের ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে হাইকোর্ট। একটা ঘরে সাত জনের মৃতদেহ এলো কিভাবে? তবে কি সাত জনকে এক জায়গায় নিয়ে গিয়ে খুন করা হয়েছিল? কে আগে পৌঁচেছিল পুলিশ না দমকল? থানার দূরত্ব মাত্র কুড়ি মিনিট। তা সত্ত্বেও এতবড় নারকীয় কান্ড পুলিশ আটকাতে পারলো না কেন? ঘটনার সময় এলাকায় কতগুলি মোবাইল ফোন সক্রিয় ছিল সেই তথ্য কী পুলিশ সংগ্রহ করেছে? এইসব প্রশ্ন নিয়ে বৃহস্পতিবার বিশ্লেষন করে হাইকোর্ট। তারপরই আজ প্রধান বিচারপতির নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল।