গাইঘাটা সীমান্ত থেকে ২ কোটি ৪২ লক্ষ টাকা মুল্যের ৪০ টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ।উত্তর ২৪ পরগনার গাইঘাটা সীমান্তের বিএসএফের ডোবার পাড়া বিওপির ১৫৮ নম্বর ব্যাটালিয়ন বৃহস্পতিবার সকাল ৮ টায় চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখে দাঁড়াতে বললে সে তার কাছে থাকা গামছার থলে রেখে পালিয়ে যায় । পরবর্তীতে বিএসএফ সেই গামছার থলে থেকে ৪০ টি সোনার বিস্কুট উদ্ধার করে । বিএসএফ সূত্রে খবর ৪০টি সোনার বিস্কুট এর ওজন প্রায় ৪ .৬ কেজি যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪২ লক্ষ ৩৬ হাজার ৮৫৬ টাকা । উদ্ধার করা সোনা বিএসএফের পক্ষ থেকে পেট্রাপোল কাস্টমসের হাতে হস্তান্তর করা হয়েছে ।