আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৯ মার্চ শনিবার সকাল অবধি সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। অন্যদিকে ২১ মার্চ নাগাদ ঘূর্ণিঝড় অশনির আছড়ে পড়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রির মতো বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দিন তিনেক তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৭ শতাংশ। কোনও বৃষ্টি হয়নি শহরে।