মোহিনী নৃত্যকলা মন্দিরের পরিচালনায় বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব ‘গুলাল’।প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ববর্ধমান জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়,সংস্থার কর্ণধার সুকন্যা আদিত্য সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চলনা করেন সুদীপা সরকার।
সংস্থার কর্নধার সুকন্যা আদিত্য সামন্ত জানান,তারা বেশ কয়েক বছর ধরেই বর্ধমানের টাউনহলে এই বসন্ত উৎসব করে আসছেন।যেহেতু গুলাল বা আবীর ছাড়া রঙের উৎসব বেমানান তাই সংগত কারণেই অনুষ্ঠানটির নাম ‘গুলাল’ রাখা হয়েছে।সমগ্র অনুষ্ঠানটিতেই অংশগ্রহণ করেন মোহিনী নৃত্যকলা মন্দিরের ছাত্রছাত্রীরা।নাচ,গান,আবৃতিতে মনমুগ্ধকর পরিবেশ তৈরী হয় টাউনহল চত্বরে।তিনি আরও জানান সংস্থার পক্ষ থেকে সারাবছরই নানান ধরণের সামাজিক কাজ করা হয়ে থাকে।