বিজেপি নেতা কল্যাণ চৌবের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে।জামালপুরের মশাগ্রাম রেলগেট এলাকার ঘটনা।কল্যাণ চৌবে জানিয়েছেন,তিনি প্রতি বছর দোলের সময় রাধা – গোবিন্দর পূজো দিতে শ্বশুড়বাড়ী পূর্ববর্ধমানের জামালপুরের রাজারামপুরে আসছিলেন।সেই সময়ই মশাগ্রাম রেল লেভেল ক্রসিংয়ে গেট পড়েছিল। তার গাড়ী ৪-৫ মিনিট রেলগেটে দাঁড়িয়ে ছিল। গাড়িতে বিজেপির পতাকা দেখে হামলা করা হয় বলে তার অভিযোগ।হামলায় তার দুটো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের।
সমগ্র ঘটনার কথা জানিয়ে সন্ধ্যাতেই তিনি জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।