ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি।২১ শে মার্চ তা আছড়ে পড়তে পারে স্থলভাগে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এরপর উত্তর ও উত্তর পশ্চিম দিকে তা এগিয়ে যাবে। রবিবার এটি আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার ২১ শে মার্চ এটি ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে পারে। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি মায়ানমার ও বাংলাদেশের স্থলভাগের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। তবে আজ আকাশ শুষ্ক ও পরিষ্কার থাকবে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের এবং রাতের তাপমাত্রার কোথাও কোথাও পরিবর্তন রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে ২১ মার্চ নাগাদ ঘূর্ণিঝড় অশনির আছড়ে পড়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে। কলকাতায় থাকবে সর্বনিম্ন ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ বেড়ে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। কোচবিহার, বাঁকুড়া সহ বেশ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে। অন্যদিকে দার্জিলিংয়ের মত শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।