কোভিড ১৯ নিয়ে ফের উদ্বেগ বাড়ছে।বেশ কয়েকটি দেশে ফের মাথা চাড়া দিয়েছে কোভিড ১৯।বিশেষ করে চিনে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা ভাবিয়ে তুলেছে। হংকং থেকেই নতুন করো করোনা ছড়িয়ে পড়ছে বলে সূত্রের খবর।ইতিমধ্যেই চিনের একাধিক শহরে নতুন করে লক ডাউন জারি করা হয়েছে।মারণ এই রোগে নতুন করে চিনে দু’জনের মৃত্যুর খবর মিলেছে।চিনে ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল করোনা। ২০২০ সালের এপ্রিলের মধ্যেই দেশে প্রথম ৮৫০০০ সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল।গত তিন মাসে হংকংয়ে ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪ হাজার ৬০০ জনেরও বেশি। পাশাপাশি দাপট বাড়াচ্ছে ওমিক্রন।WHO-এর তরফে জানানো হয়েছে, গত সপ্তাহের তুলনায় বিশ্বজুড়ে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। মার্চের ৭ থেকে ১৩ তারিখের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ কোটিরও বেশি মানুষ।
ছবি—ইন্টারনেট