আসানসোল ও বালিগঞ্জ দুই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভায় আগামী ১২ এপ্রিল উপনির্বাচন। ইতিমধ্যেই তৃণমূল, সিপিএম তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। আসানসোলে বিজেপির প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পল বালিগঞ্জে প্রার্থী কেয়া ঘোষ। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাকেই এবার লোকসভা উপনির্বাচনেও প্রার্থী করল বিজেপি। এই কেন্দ্র থেকে দু’বার জিতেছেন বিজেপির প্রার্থীই। বাবুল সুপ্রিয় ছিলেন এখানকার দু’বারের সাংসদ। তিনি দল ছাড়ার সঙ্গে সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।অন্যদিকে বালিগঞ্জে সুব্রত মুখার্জী প্রয়াত হওয়ার পর এই বিধানসভায় আবার উপনির্বাচন হচ্ছে।এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে।অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা।স্বভাবতই লড়াই যে এবার হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না।