হেডলাইনস্ বেঙ্গল ওয়েব ডেক্স,,,, গোটা রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলা পরিষদ সশক্তি পুরষ্কার -২০২২ পাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাত থেকে। আগামী ২৪ এপ্রিল দিল্লীতে এই রাষ্ট্রীয় পুরষ্কার তুলে দেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, গোটা রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েতের যে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে সেই নিরিখে কেন্দ্র সরকার এই পুরষ্কার দিতে চলেছে। তিনি গোটা রাজ্যের পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ এই সশক্তি পুরষ্কার পাচ্ছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত স্তরেও এই পুরষ্কার পাচ্ছে এই জেলার মেমারী -২ ব্লকের বোহার ১ গ্রাম পঞ্চায়েত স্যানিটেশন থিমের জন্য। সভাধিপতি জানিয়েছেন, কেন্দ্র সরকারের শিশু বান্ধব পুরষ্কার পাচ্ছে মেমারী ২ ব্লকের বিজুর ২ গ্রাম পঞ্চায়েত। উল্লেখ্য, বর্ধমানের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেণ্ট অ্যাওয়ার্ড ২০২২ পাচ্ছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ব্লকের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েত। রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরষ্কার -২০২২ পাচ্ছে বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত। সশক্তিকরণ পুরষ্কার পাচ্ছে পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট পঞ্চায়েত সমিতি এবং পশ্চিম মেদিনীপুরের দাশপুর ১ পঞ্চায়েত সমিতি। সশক্তিকরণ পুরষ্কার পাচ্ছে বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের বলসি ২ গ্রাম পঞ্চায়েত, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আমড়াকুচি গ্রাম পঞ্চায়েত প্রাকৃতিক সম্পদ থিমের জন্য এই পুরষ্কার পাচ্ছে। এছাড়াও রেভেনিউ জেনারেশন থিমের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত, পুরুলিয়া জেলার মানবাজার ২ ব্লকের কুমারী গ্রাম পঞ্চায়েত প্রাকৃতিক সম্পদ থিমের জন্য, দুর্যোগ মোকাবিলা থিমের জন্য উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া- ১ ব্লকের মছন্দপুর ১ গ্রাম পঞ্চায়েত এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ ব্লকের ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েত এই সশক্তিকরণ পুরষ্কার পেতে চলেছে। শম্পা ধাড়া জানিয়েছেন, গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও যে ত্রিস্তর পঞ্চায়েতের উন্নয়ন মূলক কাজ যথাযথ হচ্ছে এই পুরষ্কার তারই প্রমাণ। এই পুরষ্কার তাঁদের আরও কাজ করার অনুপ্রেরণা জোগাবে।