কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের অধীন পরিবেশ দপ্তর আগামী ১৬ এপ্রিল বাংলার নতুন বছরের শুরুতেই দীনদয়াল উপাধ্যায় পুরষ্কারে পুরষ্কৃত করতে চলেছে বর্ধমানের বোহার ১নং গ্রাম পঞ্চায়েতকে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কয়েকটি প্রতিনিধিদল রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাও পরিদর্শন করেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামোন্নয়ন ও পরিবেশ উন্নয়নের কাজও তাঁরা খতিয়ে দেখেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, বোহার ১নং গ্রাম পঞ্চায়েতের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সবুজ সৃষ্টির কাজকে সাধুবাদ জানিয়েছিলেন কেন্দ্রীয় টিম। আর তারপরেই বোহার ১নং গ্রাম পঞ্চায়েতকে এই পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, বোহার ১নং গ্রাম পঞ্চায়েতের এই পুরষ্কার জয়ের খবরে গোটা পঞ্চায়েতকেই জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, আগামী ১৬ এপ্রিল বাংলার নববর্ষের পরের দিন দিল্লীতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে।