৩দিন পরেও থমথমে গলসী থানার সন্তোষপুর ঘোষপাড়া গ্রাম। রবিবার রাতে সন্তোষপুরের বাসিন্দা উত্পল ঘোষের খুনের ঘটনায় ধৃত মনোজ ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় মঙ্গলবার রাতে আরও এক গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে গলসী থানার পুলিশ। এনিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৪০-এ। এদিকে, বুধবারও গোটা গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। গোটা গ্রাম জুড়েই থমথমে পরিবেশ। পুলিশী গ্রেপ্তারের আতংকে গ্রামছাড়া মহিলা, পুরুষ অনেকেই। অপরদিকে, এই খুনের ঘটনার পর ধৃত মনোজ ঘোষের বাড়ি সহ তাঁর আত্মীয়দের বাড়ি, গাড়িতে আগুন লাগানোর পর মঙ্গলবারই নিজেদের বাড়িতে আসেন মনোজ ঘোষের পরিবারের লোকজন। বাড়ির পুড়ে যাওয়া অংশ দেখে তাঁরা রীতিমত মুষড়ে পড়েন। একইসঙ্গে জানিয়ে যান, আপাতত তাঁরা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আর এই গ্রামে থাকার সাহস পাচ্ছেন না তাঁরা। উল্লেখ্য, গলসীর সন্তোষপুরের এই ঘটনায় ইতিমধ্যেই ফরেনসিক টিম এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। যেভাবে খুনের ঘটনাকে সামনে রেখে বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে তা যেন আর কোনোদিকে মোড় না নেয় তার জন্য পুলিশী কড়া নজরদারী রয়েছে এই গ্রামের ওপর।