নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৮ এপ্রিল – হাঁসখালির নাবালিকাকে ধর্ষণ করে খুন করার পর তার দেহ জ্বালিয়ে দেওয়া নিয়ে গোটা রাজ্য জুড়ে যে বিতর্ক দেখা দিয়েছে, তার থেকে শিক্ষা নিয়ে এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশও নড়েচড়ে বসেছে। গত ১৩ এপ্রিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জেলাশাসককে এব্যাপারে জেলার সমস্ত শ্মশান সহ মৃতদেহ পোড়ানোর জায়গাগুলিতে ব্যাপক পরিমাণে নজরদারী করার আবেদন জানিয়েছেন। জেলা পুলিশ সুপার হাঁসখালির ঘটনার উল্লেখ করে জেলাশাসককে জানিয়েছেন, এই ঘটনার পর যে বিতর্ক দেখা দিয়েছে ভবিষ্যতে আর যেন এই বিতর্ক দেখা না দেয় সেজন্য পর্যাপ্ত পরিমাণে নজরদারী করা প্রয়োজন। সেক্ষেত্রে মৃতদেহ পোড়ানোয় ওয়েষ্ট বেঙ্গল মিউনিসিপ্যাল এ্যাক্ট ১৯৯৩ এবং ওয়েষ্ট বেঙ্গল পঞ্চায়েত এ্যাক্ট ১৯৭৩-কে ঠিকমত পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।
ছবি—-ইন্টারনেট।