হেডলাইনস্ বেঙ্গল ডেস্ক, বর্ধমান, ২০ এপ্রিল – বুধবার গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় ১ লক্ষেরও বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হল। এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে খণ্ডঘোষ এবং গলসী ২নং ব্লকের মোট ১০০ জন মহিলার হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চেক ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, মেম্টর উজ্জ্বল প্রামাণিক, সহকারী মেণ্টর আবুল হাসেম মণ্ডল, জেলা শাসক প্রিয়াংকা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ জেলা প্রশাসনের আধিকারিক, বিধায়করাও। এদিন শম্পা ধাড়া জানিয়েছেন, গোটা জেলায় এদিন পর্যন্ত মোট ১০ লক্ষ উপভোক্তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। আগামী দিনে দুয়ারে সরকার প্রকল্প অনুষ্ঠিত হলে এখনও যাঁরা এই সুবিধা পাননি, তাঁরাও পাবেন।