বুধবার বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সাংবাদিকদের জানিয়েছেন, বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ড। চেয়ারম্যান ইন কাউন্সিল হলেন পুরপতি এবং উপপুরপতি ছাড়া ৫ জন কাউন্সিলার। এঁরা হলেন রত্না রায়, উমা সাঁই, প্রদীপ রহমান, সুশান্ত প্রামাণিক এবং সুমিত শর্মা। বুধবারই নবনির্বাচিত এই ৫জন কাউন্সিলারকে চেয়ারম্যান ইন কাউন্সিল হিসাবে শপথ পাঠ করান চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। পরেশবাবু জানিয়েছেন, চেয়ারম্যানের হাতে থাকছে সাধারণ প্রশাসন, অর্থ এবং সম্পদ সৃষ্টি, বিল্ডিং প্ল্যান ইত্যাদি। উপপুরপতি মৌসুমী দাসের হাতে দেওয়া হল পূর্ত বিভাগকে। উমা সাঁইকে ট্যাক্স আদায়, রত্না রায়কে মিউটেশন ও সেপারেশন, এ্যাসেসমেণ্ট দপ্তর দেওয়া হয়েছে। প্রদীপ রহমানকে দেওয়া হল সলিড ওয়েষ্ট ম্যানেজমেণ্ট, জঞ্জাল ও স্যানিটেশন বিভাগের দায়িত্ব। সুশান্ত প্রামাণিককে দেওয়া হল জনস্বাস্থ্য দপ্তর এবং সুমিত শর্মাকে দেওয়া হল প্ল্যানিং ও ডেভেলপমেণ্ট এবং ট্রেড লাইসেন্স বিভাগের দায়িত্ব।