আলুর ফলন ভালো না হওয়ায় হতাশ দক্ষিণবঙ্গের কৃষকরা। এবছর আবহাওয়ার নানা প্রতিকূলতার মধ্যে আলু চাষ টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন কৃষকরা। বার বার নিম্নচাপের জেরে বৃষ্টি, রোগ পোকার আক্রমণের কারণে ফলন ভালো হওয়া নিয়ে আশঙ্কায় ছিলেন কৃষকরা। তাদের সেই আশঙ্কাই সত্যি হলো। বিঘা প্রতি উৎপাদন এবার অনেকটাই কম বলে জানিয়েছেন আলু চাষীরা।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলু তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। পূর্ব বর্ধমান,হুগলি,পশ্চিম মেদিনীপুরে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয়। কৃষকরা বলছেন, গরমের কারণে অনেক জমিতেই আলু গাছ শুকিয়ে গিয়েছে। সেইসব জমির আলু তুলে নেওয়া হচ্ছে। সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে এবার আলুর আয়তন তুলনামূলকভাবে অনেক ছোট। সে কারণেই ফলন মার খাচ্ছে। গরম যেভাবে বাড়ছে তাতে বাকি জমির আলুও বেশিদিন রাখা সম্ভব হবে না। কৃষকরা বলছেন, মাঝারি সাইজের গোল আলু যাকে চলতি কথায় ডালা আলু বলা হয় তার দাম সবচেয়ে বেশি মেলে। কিন্তু এবার আলুর আকার অনেক ছোট। তাই তার বিশেষ দাম মিলবে না। তাছাড়া বিঘা প্রতি ফলনও অনেক কম হওয়ায় লাভ তো দূরের কথা চাষের খরচ উঠবে না বলেই মনে করছেন অনেকে।