বিশ্বের অন্যান্য দেশগুলিতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় ভারতেও ফের তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয় হয়েছিল আগেই। এবার এ ব্যাপারে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্র। যেভাবে চিন, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের দেশ গুলিতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে ভারতেও করোনার চতুর্থ ঢেউ ছড়িয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা থেকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সেই আশঙ্কার বার্তা শোনার পরই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে সতর্ক করেছেন। তাতে বলা হয়েছে, যারা ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসকষ্টজনিত উপসর্গে ভুগছেন তাদের অতি সত্ত্বর করোনা পরীক্ষা করাতে হবে। সেইসঙ্গে জিনোম পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হঠাৎ করে কোনও এলাকায় সংক্রমণ বেড়ে গেলে সেখানকার বাসিন্দাদের নমুনা জিনোম পরীক্ষা করাতে হবে। সব রাজ্যকেই এই সংক্রান্ত পরীক্ষা ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। সেই সঙ্গে দ্রুত টিকাকরণের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুধুমাত্র চিন বা দক্ষিণ কোরিয়া নয়, লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রমণ বাড়ছে ইংল্যান্ড ইতালিতেও। চিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্পাইক প্রোটিন পাল্টে ওমিক্রমের একটি নতুন শাখা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। যা যথেষ্টই উদ্বেগের। যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তা ভারতে প্রবেশ করতে বেশি সময় নেবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।