আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচার শুরু হয়ে গেল। আজ আসানসোলে মা ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিলেন দলের নেতা কর্মীরা। রবিবার সকালে পশ্চিম বর্ধমান বিজেপি জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থক সঙ্গে নিয়ে মা ঘাগরবুড়ি মন্দিরে পুজো দেন অগ্নিমিত্রা পল। এদিন মায়ের পুজো দিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেন অগ্নিমিত্রা। নিশানা করেনতৃণমূল প্রার্থী শত্রুঘন সিনহাকেও। আসানসোলের সাংসদ ছিলেনবাবুল সুপ্রিয়। বিজেপি থেকে তৃণমূলে গিয়ে সাংসদ পদ ছাড়েন তিনি। তার জেরেই উপনির্বাচন হচ্ছে এই লোকসভা আসনে।