নার্সিংহোমের পাশে তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় নার্সিংহোম কর্মীদের ও রোগীর আত্মীয়কে মারধোর।মারধরের অভিযোগ মদ্যপদের বিরুদ্ধে।
ঘটনায় গুরুতর ভাবে আহত নার্সিংহোমের ম্যানেজার, রোগীর পরিজন সহ ৪ জন।
এমনকি নার্সিংহোমে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।
নার্সিংহোম কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপেক্ষিতে গ্রেপ্তার ৪।
বর্ধমান থানার ডিভিসি মোড় এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,কয়েকজন যুবক নার্সিংহোমের সামনে মাইক ভাড়া করে তারস্বরে বাজাচ্ছিলো,
রোগীদের অসুবিধা হওয়ায় নার্সিংহোম কর্তৃপক্ষ ও রোগীর আত্মীয়রা সাউন্ড কম করতে বলায় আক্রমণ চালানো হয় বলে অভিযোগ।নার্সিংহোমে চড়াও হয়ে ভাঙচুর চালানোর পাশিপাশি কর্মীদের মারধর করা হয়।মারধরে গুরুতরভাবে আহত হয় ৪ জন। তাদের বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।