বোমা ফেটে জখম ১।
বাড়ির পাশে বাগান পরিস্কার করার সময় জখম হন ওই ব্যক্তি।
জখম অবস্থায় তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্ধমান পৌরসভার ২ নং ওয়ার্ডের বাহিরসর্বমঙ্গলা পাড়ার ঘটনা।
ঘটনাস্থলে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জখম ব্যক্তির নাম অসীম বিশ্বাস।তিনি রবিবার সকালে বাড়ির পাশে বাগান পরিস্কার করছিলেন।সেই সময় হঠ্যাৎ করেই বোমা ফেটে তিনি জখম হন।স্থানীয়রাই জখম অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থলে আরও বোমা মজুত আছে কিনা তা জানতে ডিআইবি বোম ডিটেকশন টিমকে খবর দেওয়া হয়েছে।
জখম ব্যক্তির আঘাত খুব গুরতর নয় বলেই পুলিশসূত্রে খবর।
রবিবার সকালেই দেওয়ানদিঘী থানার তালিত দিঘীরপার এলাকায় দুই জারিকেন ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলাপুলিশসূত্রে পাওয়া খবর অনুযায়ী গত দুদিনে পূর্ববর্ধমান জেলায় পুলিশি অভিযানে ৫২ টি বোম,১০ টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ টি গুলি উদ্ধার হয়েছে।গ্রেপ্তার করা হয়েছে ৯৩ জনকে।