খাসজমির দখল নিতে বড়সড় হামলার পরিকল্পনা করার অভিযোগ । বোমা,বন্দুক, গুলি নিয়ে প্রস্তুতি নেবার খবর পেতেই পুলিশি তৎপরতায় সেই ছক বানচাল। উদ্ধার ৪টি রাইফেল,১টি পিস্তল,১৬টি সকেট বোমা,২৪ রাউন্ড রাইফেলের গুলি ও ২ রাউন্ড পিস্তলের গুলি।ঘটনায় ৩ দুস্কৃতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের আজ কাটোয়া আদালতে তোলা হয়।
কাটোয়া থানার শ্রীবাটী গ্রামের ঘটনা।গ্রাম থেকেই বজরুল সেখ ওরফে কালো,সইদুল সেখ ওরফে ফুটো এবং জামির আলি মন্ডল নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ , খাসজমির দখল নিয়ে ধৃত বজরুল সেখ ওরফে কালোর সাথে গ্রামেরই অপর এক গোষ্ঠীর ঝামেলা হয়।তারপরই হামলা করে জমি ছিনিয়ে নেওয়ার জন্য তৈরী হচ্ছিলো কালো। সেই উদ্দেশ্যেই কালো অস্ত্রশস্ত্র জোগাড় করছিলো বলে তাঁরা অভিযোগ করেছেন।
যদিও পুলিশের আধিকারিক স্তরে হামলার জন্য অস্ত্রশস্ত্র জোগাড় করা হচ্ছিলো এই অভিযোগের সত্যতা স্বীকার করা হয়নি।
এত অস্ত্র ও বোমা কোথা থেকে নিয়ে আসা হয়েছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।